মেয়েদের জীবন টাই কি এমন









মানে কত্তো বড় সাহস! "আগে ভাত খাইতে পারে নি" আর এখন কিনা সিনিয়র এএসপির বউ! এখন কিনা গদির উপর ঘুমায়! আসলেই তো; যতোই ছেলে নিজে পছন্দ করে বার বার মেয়ের পরিবারের কাছে অনুরোধ করে বিয়ে করুক। যতোই ছেলে বউকে ভালোবাসুক, বা এই বউ নিয়ে ভালো থাকুক! বৌ তো গরীব। তার বাবা তো গরীব! ছেলের কাজের বেটি হবারও যোগ্যতা নেই... অথচ ছেলের সাথে এক গদিতে ঘুমায়........... একবার ভাবুন, যিনি ছেলের মৃত্যুর ৪৮ ঘন্টা পার না হতেই মিডিয়াতে যেই টোনে এই কথা গুলো বলছেন, তিনি আসলে সবার আড়ালে কি কি বলতে পারেন!!


মানে আর নিতে পারছি না! লাখ লাখ না, কোটি কোটি পরিবারের চিত্র এটা.... বিশ্বাস অনেকেরি নাও হতে পারে কিন্তু এই সামাজিক চিত্রটা বাস্তব! যারা মুখ ফুটে বলে না সবার সামনে, তারাও আড়ালে আবডালে এগুলোই বলে। কাছের মানুষদের নিয়ে ছেলের বউদের চিত্র বিশ্লেষণ করতে থাকে। যেই মানুষের নিজের নাক বোঁচা, সেও বলে ছেলের বউ এর নাকটা বোঁচা। যেই মানুষ নিজে তামাটে বর্নের, সেই মানুষও লোকজন নিয়ে দুক্ষ করে বলে তার ছেলের বউ এর রংটা "ময়লা"... বাংলাদেশে এমন ছেলের বউ খুব কম আছে যাকে এইসব কথাবার্তা বা টোনিং এর মাঝ দিয়ে যেতে হয় না! যে মেয়ে যে পরিবার থেকেই আসুক, যেই শিক্ষাগত যোগ্যতা নিয়েই আসুক, যেমনই রান্না করুক, যেমনই দেখতে হোক, যেমনই স্বভাব হোক, যেমনই বয়স হোক... এইগুলো কিচ্ছু কোন বিষয় না!!! সেই মেয়েকে তার শ্বশুরবাড়ির লোক কথা শোনাবেই, মানসিক অত্যাচার করবেই! এবং এমনভাবে করবে যেন সেই মেয়ের স্বামীর সামনে না হয়। সামনে আপনাকে আদর দেখাবে। যেন এই মানসিক যন্ত্রনা আপনি যদি আপনার স্বামীর সাথে শেয়ার করেন তবে যেন মনে হয়, আপনি স্বামীর কাছে তার পরিবার সম্পর্কে নালিস করছেন!!! ওহ! জ্বালাতনের পরিমান কখন সীমা ছাড়ায়??? যখন স্বামী তার বউকে ভালোবাসে... ভালোবাসা যতো বেশি, অন্যদিকের আগু*ন ততোই বেশি!!! 


সমস্যা হচ্ছে ২০/২১ বছর বয়সের কোন মেয়ের পক্ষে এগুলো বোঝা সম্ভব না! এমনকি ৩০ এ এসেও অনেকে এগুলো বোঝে না! কিন্তু যতোই সংসারের বয়স বাড়ে ততোই মেয়েরা এগুলো বুঝে যায়... কিন্তু ততোদিনে অনেক ভুল কাজ ঐ অপক্ক মেয়েগুলো করে ফেলে!


জানি না এলোমেলো কি লিখলাম! আমি নিজেও একজন পুত্রের মা৷ আমি প্রায়ই মাঝরাতে বসে আল্লাহর কাছে যখন দোয়া করি পুত্রের জন্যে, তখন তার জন্যে একটা ভালো জীবনসাথীও চাই। আর আল্লাহকে বলি, আমি যেন কখনো তাদের কষ্টের কারন না হই। আমিন। একটা পরিবর্তন আসুক... আসুন আমরাই পরিবর্তনটা আনি।


#copied 

Comments